About Barisal

About Barisal


যদি বলা হয় বাংলার রানী বলা হয় কাকে???
উত্তরঃ বরিশাল

দ্বীয়েন রায়ের কথায়, আর্দশ নম্র বরিশাল।
মহাত্মা গান্ধীর কথায়, সদা জাগ্রত বরিশাল।
কাজী নজরুল ইসলামের চোখে প্রাচ্চের ভেনিস বরিশাল
বেগম সুফিয়া কামালের ভাষায় পূর্ণে বিশাল বরিশাল।
এবং কবি জীবন আনন্দ দাসের কবিতা আঁকা চিত্রে রুপসী বাংলার মুখ শেরে     বাংলার সেই বরিশালে।
ধান, নদী, খাল এই তিনে বরিশাল।রুপে অপরুপা, রুপসী বাংলার নদী মাতৃক জেলা  এই বরিশাল
বরিশাল এক সময় বাকেরগঞ্জ, বাকলা ও চন্দ্রদ্বীপ নামে পরিচিত।
চতুরর্দশ শতকে দনুজ মরদন চন্দ্রদ্বীপ রাজ্য প্রতিষ্ঠা করেন, এই চন্দ্রদ্বীপের রাজধানী ছিল বাকলা।বাকলার পরবর্তী এই অঞ্চলের নাম হয় বাকেরগঞ্জ।
নবাব আলীমুদ্দি খাঁ শাসন আমলে আগা বাকের নাম অনুসারে এই বাকেরগঞ্জ নামকরন করা হয়।পরবর্তীতে ১৭৯৭ সালে এই বাকেরগঞ্জ কে সদর দপ্তর করে জেলা গঠিত হয় এবং ১৮০১ সালে এই জেলা সদর বরিশালে স্থানান্তরিত হয় এবং সেই থেকে বরিশাল জেলা হিসেবে প্রতিষ্ঠা পায়।১৯৯৩ সালে ১-লা জানুয়ারী বরিশালকে বিভাগ ঘোষনা করা হয়।
বরিশাল নামকরন নিয়েও ভিবিন্ন কথার প্রচলন রয়েছে।পর্তুগীজ ভাষায় বরি সল্ট অর্থাৎ বড় লবন চবঠি থেকে এর নামকরন করা হয়েছে বলে মনে করেন কেউ কেউ।
বরিশাল বাংলাদেশের সামাজিক, সাংকৃতিক ও রাজনৈতিক অঙ্গনে এক অসাধারন স্থান দখল করে আছে।ব্রিটিশ বিরোধী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং আমাদের শিল্প-সাহিত্য ও সাংকৃতিক অঙ্গনে বহু কৃর্তীতমান ব্যক্তি জন্ম গ্রহন করেছেন এই বরশিালে।
১৯৯৩ সালে ১-লা জানুয়ারী বরিশালকে বিভাগ ঘোষনা করা হয়।
বরিশাল একটি মাত্র বিভাগ, যাদের সাথে ভারতীয় কোন বর্ডার সংযোগ নেই
বরিশাল একটি মাত্র নাম, যে বিভাগের প্রতিটা জেলার মানুষের ভাষা, বরিশালের  আঞ্চলিক ভাষা রকম আর কোন বিভাগে পাওয়া যবে না
বর্তমানে বরিশালে শিক্ষার হার সব থেকে বেশি
বর্তমান সরকারের মন্ত্রীর -জনই বরিশালের
বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল, দেশের সাত বীরশ্রেষ্ঠের দুইজনই বরিশালের সন্তান
মুক্তিযুদ্ধের সময় নম্বর সেক্টর গঠন করা হয়েছিল বরিশালে, যার সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম জলিল
চারণ কবি মুকন্ড দাস
কবি আহসান হাবিব,
রূপসী বাংলার কবি জীবনানন্দ দাস
মধ্যযুগের বিখ্যাত কবি বিজয় গুপ্ত
কবি আসাদ চৌধরি কবি
★ “আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী” গানটির গীতিকার আবদুল গাফফার চৌধুরী, প্রথম সুরুকার আবদুল লতিফ এবং শহীদ আলতাফ মাহমুদ এদের বাড়ীও বরিশাল
সাংবাদিক-"মানিকমিয়া" জারনামে করা হয়, ""ঢাকার মানিক- মিয়া এভিনিউ"" এবং সে দৈনিক ইত্তেফাক এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন
আমাদের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই
সুফিয়া কামাল, কামিনী রায়, কুসুমকুমারী দাশের মতো মহিলা কবিরা বরিশালে জন্মেছেন
""শেরে বাংলা একে ফজলুল"" ব্রিটিশরা তাকে *টাইগার অব ""বেঙ্গল""* উপাধি দিয়েছিল তার মতো সাহসী রাজনিতিক, অসাধারণ প্রতিভাবান,বিখ্যাত বক্তার জন্মস্থান বরিশালে
বাংলাদেশের শ্রেষ্ঠ দার্শনিক আরজ আলী মাতুব্বর, মহাত্বা অশ্বিনী কুমার দত্ত আরো অনেকের জন্ম স্থান বরিশালে
বাঙ্গালীদের মধ্যে প্রথম যিনি পর পর দুবার পৃথিবীর সবচ্চ সিংগ এভারেস্ট জয় করেছেন এবং য়ার জন্য নেপালের সরকার এই এভারেস্ট এর নাম দিয়েছেন “নেপাল-বাংলাদেশ মৈত্রী শিকড়” তিনি আর কেউ নয় তিনি হলেন মি. মুহিত  এর জন্ম কিন্তু বরিশালে
যাদু শিল্পি জুয়েল আইচ এর জন্ম কিন্তু বরিশালে
বাংলাদেশে তৃতীয় সমুদ্র বন্দর বরিশালের পায়রা নদীতে
"আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীর" ধানসিড়ি নদীটিও কিন্তু বরিশালে
 দেশের সর্বোচ্চ সেতুগাবখান সেতুটিও বরিশালের ঝালকাঠিতে
 নাট্য অভিনেতা মোশাররফ করিম, মীর সাব্বির, তানিয়া আহমেদ, হাসান মাসুদ এর জন্ম কিন্তু বরিশালে
বাংলা চলচিত্র অভিনেতা সোহেল রানা, রুবেল, সুচন্দা, মিঠুন চক্রবর্তী
কন্ঠশিল্পি জুয়েল, নচিকেতা,খালিদ হাসান মিলু, প্রমুখ
এছাড়াও বিশ্বের অন্যতম খেলোয়ার শাহরিয়া নাফিজ, সোহাগ গাজী, প্রসুখ ব্যক্তিবর্গও বরিশালের
বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব আশির দশক থেকে শুরু করে প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনগনকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন সেই হানিফ সংকেত এর জন্মস্থান বরিশালে
কোষ্ট গার্ড এর ট্রেনিং সেন্টার বরিশালের পটুয়াখালীতে
বরিশালের দশনীয় স্থান গুলোর মধ্যে রয়েছে মুকুন্ঠ দাসের কলী বাড়ী, অশ্বিনী কুমার টাউন হল, দূর্গা সাগর দিঘী, পুরাতন কালেক্টরি ভবন, ব্রজমোহন কলেজ, অস্কফোড মিশন চাজ, শেরে বাংলা এ, কে ফজলুল হকের জন্মস্থান, কবি জীবন আনন্দ দাশের বাড়ী, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টিন মহিউদ্দিন জাহাঙ্গীর এর স্মৃতি স্তম্ভ এবং বাংলাদেশের অন্যতম পর্যাটক কেন্দ্র সাগরকন্যা বা কুয়াকাটা, নামে পরিচিত সেটাওবরিশালে অবস্থিত

রয়আনি, জারি, কবি গান, গুনাই বিবির পালা, আসমান বিবির পুতুল বরিশালের আদি সাংকৃতির অন্যতম।
সবচেয়ে বড় যে ব্যাপার বরিশাল বাংলাদেশের খাদ্যভাণ্ডার নামে পরিচিত বরিশালে যে পরিমাণ খাদ্যশস্য উৎপন্ন হয়, তা দিয়ে দেশের সিংহভাগ খাদ্য চাহিদা মেটানো হয়
বরিশালের মানুষগুলো অনেক সহজ সরল, অতিথিপরায়ণ আন্তরিক বিখ্যাত ব্যাক্তিবর্গ সব জেলাতেই আছে ভাই ভাল, খারাপ, পল্টিবাজ, ধোঁকাবাজ সব জেলাতেই আছে শুধু যারা বরিশালকে একটু হেয় করে
দেখেন তাদের জন্যই এই পোস্ট "
#
আমি_গর্বিত_কারন আমি_বরিশালের_একজনবাসিন্দা।

Post a Comment

0 Comments