About Barisal

৬৯ গণঅভ্যুত্থানে বরিশালের আলাউদ্দিনকে স্মরণ



বরিশালে ১৯৬৯ গণআন্দোলনে ইপিআর এর গুলিতে নিহত আলাউদ্দিন স্মরণ সভা করেছে শহিদ আলাউদ্দিন স্মৃতি সংসদ। বরিশাল নগরীর বিভিন্ন সামাজিক , সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহিদের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।


এই সংসদের সভাপতি ওই সময়ের বিএম কলেজ ছাত্র সংসদের ভিপি এবং ছাত্র সংগ্রাম পরিষদের নেতা খান আলতাফ হোসেন ভুলুর সভাপতিত্বে বক্তারা বলেন, গণতন্ত্রণ আর স্বাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তখন নগরীর এক স্কুলের নবম শ্রেণির ছাত্র আলাউদ্দিন ছাত্র জনতার মিছিলে যোগ দিয়েছিল।
পলিটেকনিক্যাল কলেজ হয়ে মিছিলটি যখন সদর রোডে আসে তখন দুদিক থেকে গুলি করলে আলাউদ্দিন শহীদ হয়। তার স্মৃতি ধরে রাখতে বরিশাল পটুয়াখালীর সীমান্তে লেবুখালী সেতুটি আলাউদ্দীনের নামে করার দাবি তোলেন। গণফোরাম সভাপতি  হিরণ কুমার দাস, জেলা ওয়ার্কার্স পার্টি সভাপতি নজরুল হক নীলু, বাসদের জেলা সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

Post a Comment

0 Comments