ধান- নদী -খাল এই তিনে বরিশাল।চতুর্দশ শতাব্দীতে রাজা দনুজমর্দন কর্তৃক ‘চন্দ্রদ্বীপ' নামে এ স্বাধীন রাজ্যটি প্রতিষ্ঠিত হয়।এ রাজ্য প্রতিষ্ঠার পূর্বে এ অঞ্চল ‘বাকলা' নামে পরিচিত ছিল। জনৈক ড. কানুনগো নামীয় এক ব্যক্তি বাকলা বন্দর নির্মাণ করেন। ১৭৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত এ জেলা বাকলা-চন্দ্রদ্বীপ নামে পরিচিত ছিল। ১৭৯৭ খ্রিস্টাব্দে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। ১৮০১ সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ জেলাকে বরিশালে (গিরদে বন্দর) স্থানান্তরিত করা হয়। ১৮১২ সালে এ জেলায় ১৫টি থানা ছিল।

বরিশালের নামকরণ সম্পর্কে অনেক মতভেদ আছে।বড় বড় শালগাছের কারণে (বড়+শাল)= বরিশাল।এ জেলার লবণের বড় বড় চৌকি ও লবণের বড় বড় দানার জন্য ইংরেজ ও পর্তুগীজ বণিকরা এ অঞ্চলকে ‘বরিসল্ট' বলত। এ বরিসল্ট পরিবর্তিত হয়ে বরিশাল হয়েছে বলে অনেকের ধারণা।১লা  জানুয়ারী ১৯৯৩ সালে  ছয় জেলা নিয়ে এই বিভাগের যাত্রা শুরু হয়। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবস্থিত। কীর্তনখোলামেঘনাআড়িয়াল খাঁ, ধানসিঁড়ি,বিষখালী, তেতুলিয়াকালাবদর, সন্ধ্যা নদী এই বিভাগের উল্লেখযোগ্য নদ-নদীসমূহ


আয়তন
২,৭৮৪.৫২ বর্গ কিঃ মিঃ

মোট পরিবার
৫,১৩,৬৭৩ টি  (আদমশুমারি-২০০১)

মোট জনসংখ্যা
 ৮১,৭৩,৭১৮ জন (আদমশুমারি-২০০১)


পুরুষ জনসংখ্যা
৪১,৫৯,২১০ জন


মহিলা জনসংখ্যা
৪০,১৪,৬০৮ জন


মুসলিম
৭৩,৩৮,০৮৯ জন


হিন্দু
৮,১৬,০৫১ জন


বৌদ্ধ 
১,৪৩,৪৮ জন 

খ্রিস্টান
৩,৪৯২ জন 

অন্যান্য
১,৭৩৮ জন 

সিটিকর্পোরেশন
১ টি

জেলা
৬ টি

উপজেলা
৩৯ টি


পৌরসভা
২৪ টি

ওয়ার্ড
 ৩৩৩ টি


ইউনিয়ন
২১৯ টি


গ্রামের সংখ্যা
৪,১৯৫ টি


জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়
৩১৫ টি


মাধ্যমিক বিদ্যালয়
১,৩৬১ (সরকারী-২০ এবং বেসরকারী-১,৩৪১)


কলেজ 
২২১ (সরকারী-২১ এবং বেসরকারী-২০০)

প্রাথমিক বিদ্যালয়
৫,৬৯৩ (সরকারী-৩,৩০৫ এবং রেজিস্ট্রার্ড প্রাপ্ত-২,৩৮৮)

মাদ্রাসা
২,১৪৮ (দাখিল, আলীম, ফাজিল - ১১৯৭  অন্যান্য- ৯৫১)

কারিগরী স্কুল
২১ টি

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
১ টি
আধুনিক হাসপাতাল
৬ টি


স্বাস্থ্য কমপেস্নক্স
৩৬ টি

স্যাটেলাইট ক্লিনিক
২,১৭৯ টি


ডায়াবেটিক হাসপাতাল
৪ টি


মা ও শিশু কল্যাণ কেন্দ্র
৮ টি


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
২২৯ টি


মৌজা
৩,১৩৭ টি

ইউনিয়ন ভূমি অফিস
২৫৪ টি
খাদ্য গুদাম
৮০ টি


ব্যাংক (সর্বমোট শাখা)
২৪৪ টি

বনাঞ্চল
৪,৪৫,০০৯  (একর)

স্টেডিয়াম
১১ টি

ডাক বাংলো
৭১ টি
বিসিক শিল্প নগরী
৪ টি

সার্কিট হাউজ
৬ টি

মৎস্য বন্দর
২৪ টি

ফেরী ঘাট
৫৮ টি
ফায়ার সার্ভিস স্টেশন
২২ টি 
এনজিও সংখ্যা
৪২২ টি

উৎপাদিত ইলিশ মাছের পরিমাণ
৪০০০০ মেট্রিক টন (২০১৬-২০১৭)

উৎপাদিত ধানের পরিমাণ
৫৩৩৯৮২ মেট্রিক টন (২০১৬-১৭, আমন-২৭৯০৬৩, আউশ-২০৯৩২, বোরো-২৩৩৯৮৭)

স্টেডিয়াম
১১ টি