About Barisal

বরিশালে ভাষাসৈনিকদের শ্রদ্ধাঞ্জলি





শ্রদ্ধা জানাচ্ছেন মহানগর বিএনপি সভাপতি মজিবর রহমান সারওয়ার ।





শ্রদ্ধা জানাচ্ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ।




বিভাগীয় কমিশনারের শ্রদ্ধাঞ্জলি




শ্রদ্ধা জানাচ্ছেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্‌।


বরিশাল নিউজ।। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতি একুশের মহান শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে সর্বপ্রথম বরিশাল
কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।
এর পরপরই শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল বিভাগীয় কমিশনার মােঃ ইয়ামিন চৌধুরী, রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম,
বিএমপি কমিশনার মােঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।




জেলা প্রশাসকের শ্রদ্ধাঞ্জলি

এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপাের্টার্স ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলসহ সাংবাদিক সংগঠনসমূহ।
এদিকে সকাল ৭টায় অশ্বিনী কুমার হলের সামনে থেকে শহীদ মিনার অভিমুখে প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
১৯৫২ সালের এদিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগােষ্ঠীর
চোখ-রাঙ্গানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। মায়ের ভাষা প্রতিষ্ঠার আন্দোলনে দুর্বার গতি পাকিস্তানি
শাসকদের শঙ্কিত করে তােলায় সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহিদ হন।
মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ‘৫২-এর একুশে ফেব্রুয়ারি ছিল বাঙালির প্রথম প্রতিরােধ।

Post a Comment

0 Comments